৬ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠেয় হবে।
বর্তমানে বাংলাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এগুলোতে মোট আসন ৫৩৮০টি। এছাড়া বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসন সখ্যা হচ্ছে ৬২৯৫টি। তবে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে এ বছর ছয়টিতে এমবিবিএস প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। এগুলো হচ্ছে রাজধানীর উত্তরার আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দার্ন মেডিকেল কলেজ, রংপুরের নর্দান মেডিকেল কলেজ, রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ, রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ। এরমধ্যে কেয়ার মেডিকেল কলেজ ও নাইটিঙ্গেল মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অপর চারটির নিবন্ধন স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।
রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনো অসত কাজে শিক্ষার্থীরা বা তাঁদের অভিভাবকেরা যেন জড়িয়ে না পড়েন, সে জন্য গোয়েন্দা সংস্থাগুলো তৎপর থাকবে।