নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীতে ‘নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) (ব্যাচ ২০২২)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) (ব্যাচ ২০২২)।।
শিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
মেডিকেল : জীববিজ্ঞান সহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৫০ পেতে হবে।
পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) : ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্টুয়ার্ড ও কুক : ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
টোপাস (পুরুষ) : অষ্টম শ্রেণি পাসেই এই পদে আবেদন করা যাবে।
শারীরিক যোগ্যতা
সিম্যান ও এমওডিসি (পুরুষ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান (পুরুষ) শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য পুরুষদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’৪”) ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২০ সেপ্টেম্বর, ২০২১।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৫ আগস্ট, ২০২১।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে