লক্ষ্মীপুর পলিটেকনিকে জব ফেয়ার
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী বর্ণাঢ্য ‘জব ফেয়ার’ বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) শহরের বাইশমারা এলাকায় পলিটেকনিক ক্যাম্পাস মাঠে ‘এসেট’ প্রকল্পের অর্থায়নে এই মেলার আয়োজন করা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ। উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন।
মেলায় বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, হোলসিম বাংলাদেশ পিএলসি, এএমআর আর্কিটেক্ট এন্ড কন্সট্রাকশন, বিডি কলিং আইটি এবং এনজিএস সিমেন্টসহ দেশের নামকরা ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের স্টলে শিক্ষিত বেকার যুবক ও শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান, যার মাধ্যমে সরাসরি কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে।
প্রধান অতিথি প্রফেসর মো. ইউছুফ বলেন, জব ফেয়ার একটি অসাধারণ আয়োজন। এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকেরা কর্মমুখী হওয়ার অনুপ্রেরণা পাবে। এই ধরনের কর্মসূচি তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করবে। আমি এই মেলার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও মেলার কো-অর্ডিনেটর দেবব্রত কুমার নাথ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক ফজলুল করিম প্রমুখ।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর