শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ড্রাফটসম্যান ও এস্টিমেটর পদে বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল রবিবার আব্দুল্লাহ আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে বাছাই পরীক্ষায় ৭১৫ জন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৯৮১ জন, ড্রাফটসম্যান পদে ১৫৯ জন ও এস্টিমেটর পরে ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
তাদের লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে কর্ম কমিশনের ওয়েবসাইটসহ জাতীয় দৈনিক পত্রিকা এবং টেলিটকের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে৷
ফলাফল বিজ্ঞপ্তিতে