২০ জনকে নিয়োগ দেবে শিক্ষাঙ্গন ডটকম
 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাঙ্গন ডটকম। প্রতিষ্ঠানটিতে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার এবং সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য মহিলা ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার এবং সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা
দুটি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবা এমএসসি পাস হতে হবে। সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য বিবিএ অথবা এমবিএ পাস হতে হবে। প্রার্থীর ন্যূনতম এক থেকে দুই বছরের কাজের পূর্ববর্তী অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর টিমওয়ার্ক এবং চাপ নেওয়ার মানসিকতা থাকতে হবে। ন্যূনতম ২২ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা ও চট্টগ্রাম
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত, অনলাইন পোর্টফোলিও লিংক এবং বেতন উল্লেখপূর্বক ই-মেইল করতে হবে (career@copotronic.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : শিক্ষাঙ্গন ডটকম
বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 
                   চাকরি চাই ডেস্ক
                    চাকরি চাই ডেস্ক
         
 
 
 
