ওয়ালটনে ১৫০ পদে নিয়োগ

দেশি প্রতিষ্ঠান ওয়ালটন অ্যানড্রয়েড ফোন, ফিচার ফোন, এলইডি, থ্রিডি ও স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, এসি এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয়োত্তর সেবা বৃদ্ধির জন্য সার্ভিস ইঞ্জিনিয়ার পদে ১৫০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মেকানিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিকসে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্ভিস ইঞ্জিনিয়ার পদে। সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীকে কম্পিউটারজ্ঞান ও মোটরসাইকেল চালানোয় অভিজ্ঞ হতে হবে।
আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং বাংলাদেশের যেকোনো জায়গায় অথবা বিদেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১২ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :