গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সে পার্ট-টাইম চাকরি
জীবনবিমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পদে পার্ট-টাইম কাজের জন্য জনবল নিয়োগ দেবে। দেশের বিভিন্ন জেলায় মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
এইচএসসি বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৫৫ বছর হয়ে হবে।
কর্মস্থল ও বেতন
ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ফেনী, গাজীপুর, লক্ষীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নোয়াখালী, রংপুর, সুনামগঞ্জ ও সিলেট জেলায়। কোম্পানির নিয়মানুযায়ী নিয়োগপ্রাপ্তদের জন্য থাকবে আকর্ষণীয় চাকরির সুযোগ, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন farecruitment@guardianlife.com.bd ইমেইল ঠিকানায়। এ ছাড়া কভার লেটার, জীবনবৃত্তান্ত ও দুই কপি ছবিসহ আবেদনপত্র পাঠানো যাবে ‘গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, হিউম্যান রিসোর্স বিভাগ, চেম্বার ভবন (নবম ফ্লোর), ১২২-১২৪, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’ ঠিকানায়। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ৩১ জানুয়ারি-২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম