কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে নিয়োগ বিজ্ঞপ্তি

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
কম্পিউটার অপারেটর
স্নাতক ডিগ্রিধারী ও কম্পিউটারে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন একটি পদে। পদটির জন্য বেতন দেওয়া হবে ছয় হাজার ৪০০ টাকা থেকে ১৪ হাজার ২৯৯ টাকা।
উচ্চমান সহকারী
চারটি পদে আবেদন করতে পারবেন স্নাতক বা সমমান ডিগ্রিধারী প্রার্থীরা। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন পাঁচ হাজার ২০০ টাকা থেকে ১১ হাজার ২৩৫ টাকা।
ক্যাশিয়ার
ক্যাশিয়ার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমান ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন পাঁচ হাজার ২০০ টাকা থেকে ১১ হাজার ২৩৫ টাকা।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
একটি পদে আবেদন করতে পারবেন এইচএসসি পাস এবং শর্টহ্যান্ডে দক্ষ প্রার্থীরা। পদটিতে বেতন দেওয়া হবে পাঁচ হাজার ২০০ টাকা থেকে ১১ হাজার ২৩৫ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদে নিয়োগ দেওয়া হবে ছয়জনকে। এইচএসসি পাস ও কম্পিউটার চালনায় দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে চার হাজার ৭০০ টাকা থেকে নয় হাজার ৭৪৫ টাকা।
সেপাই
সেপাই পদে নিয়োগ দেওয়া হবে ১৯ জন। এসএসসি পাস ও শারীরিকভাবে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে চার হাজার ৫০০ টাকা থেকে নয় হাজার ৯৫ টাকা।
নিরাপত্তা প্রহরী
অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরীর দুটি পদে। পদটিতে বেতন চার হাজার ১০০ টাকা থেকে সাত হাজার ৭৪০ টাকা।
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলোয় ২১ জানুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-১৫) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।