সিনিয়র অফিসার পদে নতুন মুখ খুঁজছে আইএফআইসি ব্যাংক
বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একেবারেই ন্যূনতম যোগ্যতায় এই পদটিতে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ফাইন্যান্স, অ্যাকাউন্টিং , ম্যানেজমেন্ট, অর্থনীতি, জনপ্রশাসন এবং ব্যবসায় প্রশাসন থেকে চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার পদে। পাশাপাশি প্রার্থীদের ব্যাংক বা অর্থিক প্রতিষ্ঠানে দুইবছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৯ এপ্রিল-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
কর্মস্থল
পদটিতে ঢাকাসহ দেশের যেকোনো জেলা শাখায় নিয়োগ দেওয়া হবে ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ৯ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে আইএফআইসি ব্যাংক কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :