এক্সিকিউটিভ পদে নতুন প্রার্থী নিচ্ছে আইএফআইসি ব্যাংক

ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ‘ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ-হোম অ্যান্ড মর্টগেজ লোন’ পদে নতুন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
যোগ্যতা
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। পাশাপাশি যারা স্নাতক পরীক্ষা দিয়েছেন কিন্তু চূড়ান্ত ফল পাননি, তারাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব ৩৪ বছর হতে হবে।
বেতন ও কর্মস্থল
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বেতন আলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া থাকবে কমিশন ও বোনাস সুবিধা। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৪ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।