৩৬৯ জন নিয়োগ দেবে ডাক অধিদপ্তর, আবেদন শেষ বুধবার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/dak.jpg)
ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীতে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বুধবার। এ প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে মোট ৩৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্গত সব জেলার (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৯ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
বয়সসীমা
১৫-১-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
চাকরির ধরন
সরকারি।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল
উত্তরাঞ্চল, রাজশাহী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়
৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।