জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র অফিসার (আইন)
পদসংখ্যা: ২০ জন
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমসহ এলএলবি (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ (৫.০০-এর মধ্যে) এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিতদের দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা, চুক্তিপত্র খসড়া ও ভোটিং, সম্পত্তির কাগজ যাচাইসহ বিভিন্ন আইনি কাজে নিয়োজিত করা হবে। নিয়োগপ্রাপ্তদের কমপক্ষে পাঁচ বছর চাকরির অঙ্গীকার দিতে হবে।
বয়সসীমা
বয়স সর্বোচ্চ ৩৪ বছর (৩১ জুলাই ২০২৫ অনুযায়ী)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এই ওয়েবসাইটে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট ২০২৫ তারিখ, সন্ধ্যা ৬টা পর্যন্ত।