১১৩ জনকে নিয়োগ দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ, আবেদন অনলাইনে

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৮টি পদে ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৯ম থেকে ২০তম গ্রেডের এসব পদে আগ্রহীরা আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীরা একাধিক পদে আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম ও সংখ্যা
১. হাইড্রোগ্রাফার (গ্রেড–৯)
পদসংখ্যা: ১
২. সহকারী প্রকৌশলী (নৌযান/ নৌ–ভান্ডার) (গ্রেড–৯)
পদসংখ্যা: ১
৩. উপসহকারী প্রকৌশলী (নৌ) (গ্রেড–১০)
পদসংখ্যা: ১
৪. প্রথম শ্রেণির ড্রাইভার (গ্রেড–১১)
পদসংখ্যা: ১
৫. ওয়্যারলেস অপারেটর (গ্রেড–১৪)
পদসংখ্যা: ৫
৬. লাইটকিপার (গ্রেড–১৫)
পদসংখ্যা: ৪
৭. দ্বিতীয় শ্রেণির ড্রাইভার (গ্রেড–১৫)
পদসংখ্যা: ২
৮. গ্রিজার কাম পাম্প ড্রাইভার (গ্রেড–১৬)
পদসংখ্যা: ১
৯. কার্পেন্টার (গ্রেড–১৬)
পদসংখ্যা: ১
১০. গ্যাস কাটার (গ্রেড–১৬)
পদসংখ্যা: ১
১১. গ্রিজার (গ্রেড–১৭)
পদসংখ্যা: ৭
১২. কচ্ছব (ডেক) (গ্রেড–১৮)
পদসংখ্যা: ১
১৩. লস্কর (গ্রেড–১৯)
পদসংখ্যা: ৪৬
১৪. ভান্ডারি (গ্রেড–১৯)
পদসংখ্যা: ৩০
১৫. কুক (গ্রেড–১৯)
পদসংখ্যা: ২
১৬. টোপাস (গ্রেড–১৯)
পদসংখ্যা: ৪
১৭. সেলুন বয় (গ্রেড–২০)
পদসংখ্যা: ২
১৮. মাঝি (গ্রেড–২০)
পদসংখ্যা: ৩
বয়সসীমা
১ অক্টোবর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪ নং পদের জন্য ১৭২ টাকা, ৫-১০ নং পদের জন্য ১২১ টাকা, ১১-১৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।