বিমানবাহিনীতে বেসামরিক পদে ৩০৮ জনের বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। সংস্থাটির সাংগঠনিক কাঠামোভুক্ত ৩০৮টি বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে। ১৩ থেকে ২০তম গ্রেডের অস্থায়ী ভিত্তিতে ৫০ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু হয়েছে ১৯ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম
ধর্মীয় শিক্ষক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর,গবেষণাগার সহকারী, নকশাকার গ্রেড-৩,মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি), মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (পেইন্টার), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান,ফায়ার ফাইটার,ডাটা এন্ট্রি অপারেটর,মিস্ত্রি ক্লাস ২ (আর্মামেন্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস ২ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস ২ (কার্পেন্টার), স্ত্রি ক্লাস ২ (পেইন্টার), মিস্ত্রি ক্লাস ২ (ফেব্রিক ওয়ার্কার), মিস্ত্রি ক্লাস ২ (বাইন্ডার), ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক), ট্রেডসম্যান (জেনারেল মেকানিক),ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক),ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক),ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক),ট্রেডসম্যান (ইনস্ট্রুমেন্ট মেকানিক), ট্রেডসম্যান (র্যাডার মেকানিক), ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার), ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার), ট্রেডসম্যান (কার্পেন্টার), ট্রেডসম্যান (পেইন্টার), দাই, অফিস সহায়ক, লস্কর, লস্কর এয়ারক্রাফট, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রীজার (এমটিজি), লস্কর বার্ড শুটার, লস্কর স্পোর্টস মার্কার, লস্কর ফায়ার ফাইটার, লস্কর এন্টি-ম্যালেরিয়া, লস্কর ওয়ার্ড বয়, বাবুর্চি,মেসওয়েটার, ওয়াশার আপ, ওয়াটার ক্যারিয়ার, মালি, সহকারী বাবুর্চি, ওয়াচম্যান,পরিচ্ছন্নতাকর্মী ও আয়া।
পদ সংখ্যা: ৩০৮টি
বয়সসীমা
৮ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ২–এ উল্লিখিত সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ৪ নম্বর–এ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং ১১ নম্বর–এ উল্লিখিত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি
ক্রমিক-১ পদের জন্য ১৫০ টাকা; ক্রমিক-২ থেকে ২০ পর্যন্ত পদের জন্য ১০০ টাকা এবং ক্রমিক ২১ থেকে ৫০ পর্যন্ত ৫০ টাকা। অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ডসহ অন্যান্য সব মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এবং নিয়োগের ফলাফলসহ যাবতীয় তথ্যাদি সময়–সময় হালনাগাদ করা হবে।
আবেদনের শেষ সময়
৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।