জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/30/dollar_afp.jpg)
ডলারের প্রতীকী ছবি এএফপির
২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। বছরের ভিত্তিতে সদ্য সমাপ্ত মাসে রেমিট্যান্স পাঁচ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উল্লেখ করেছেন, জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে গেলেও অন্যান্য মাসের তুলনায় তা ভালো।
বিবির মুখপাত্র মো. সারোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা জুনে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এ ছাড়া বাংলাদেশি প্রবাসীরা গত অর্থবছরে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরে এটি ছিল ২১ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার।’