বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের আত্মপরিচয় সন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণ
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ‘শেকড়ের টানে’ কার্যক্রমে এবার অংশ নিয়েছে ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (পূর্বতন গার্হস্থ্য অর্থনীতি)-এর ৩৩ জন ছাত্রী।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে। এসময় তাদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক। কার্যক্রমের অংশ হিসেবে পরে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে শিক্ষার্থীরা। জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা লিনু হক।
ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের বিশেষ উদ্যোগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ‘শেকড়ের টানে’ কার্যক্রমটি গত নভেম্বর ২০২৩ থেকে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের সকল জেলার সর্বস্তরে পরিচালিত হচ্ছে। সৌভাগ্যবান শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনার সুযোগ পেয়ে তাদের অভিবাদন ও শ্রদ্ধা জানায়।
শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শনকালে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস, ঐতিহ্য, গৌরব-সংগ্রাম, আত্মত্যাগ সঠিকভাবে জানার সত্যান্বেষী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।
শিক্ষার্থীরা স্মৃতির ধারক ও বাহক হয়ে ওঠার নিরন্তর প্রচেষ্টা হিসেবে ‘শেকড়ের টানে’ কার্যক্রমটি সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়।
শেকড়ের টানে’ কার্যক্রমের দিনব্যাপী আয়োজনে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. নাহিদুর রহমান, ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স-এর মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশনা রশীদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার, ঢাকার ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।