ইজতেমায় দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ে
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে যৌতুকবিহীন গণবিয়ের সময় নির্ধারণ করা হয়। এবারে বিয়েতে ১৪টি যুগলের বিয়ে পড়ানো হবে।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এনটিভি অনলাইনকে বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটা থেকে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ের জন্য ভোর সাড়ে ৪টা পর্যন্ত ১৪টি যুগলের নাম অভিভাবকরা বর কনের নাম কর্তৃপক্ষের কাছে তালিকাভুক্ত করেন।’
বিয়ের আগে খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে।
আজ ইজতেমার দ্বিতীয় দিনে জোহরের পর থেকে বয়ান করছেন ভারতের মাওলানা শরিফ, বাংলা তরজমায় মাওলানা মাহমুদুল্লাহ, আছরের পরে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান, বাংলা তরজমায় মাওলানা আজিম উদ্দিন। মাগরিবের পরে বয়ান করবেন ভারতের মুফতি ইয়াকুব, বাংলা তরজমায় মাওলানা মনির বিন ইউসুফ।
আগামীকাল রোববার ফজরের পরে বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ, বাংলা তরজমায় মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান ও দোয়া অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মোনাজাতটি পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয়ও শেষপর্ব।