গাজীপুরে ডুয়েট শিক্ষার্থী ও পরিবহণ শ্রমিকদের সংঘর্ষ, বাস চলাচল বন্ধ
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকরা প্রতিবাদে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়েছে। এতে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী।
পুলিশ পরিদর্শক নন্দলাল জানান, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তিনজন শিক্ষার্থী মোটরসাইকেলে শিববাড়ি মোড় থেকে ডুয়েট যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মোটরসাইকেলটির আরোহী ও শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে ডুয়েটের বেশকিছু শিক্ষার্থী এসে বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করেছে বলে দাবি শ্রমিকদের। এ ঘটনার জেরে আজ শুক্রবার সকাল থেকে গাজীপুর বাসস্ট্যান্ডে শ্রমিকরা বিক্ষোভ করে সড়কে অবস্থান নিয়েছে। এতে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে অন্যান্য অংশে সযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি দ্রুত সুরাহা করে পুনরায় বাস চলাচল শুরুর চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।