ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন, নৌকার প্রার্থীর মনোনয়ন জমা
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে লড়তে নৌকা প্রতীক পাওয়া শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ( ৯ মে) বৃহস্পতিবার দুপুরে স্বশরীরে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে (জেলা নির্বাচন অফিস) নেতাকর্মী-সর্মথকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
রির্টানিং কর্মকর্তার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ পর্যন্ত আওয়ামী লীগদলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। ১০ মে শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আরো কয়েকজন জমা দিতে পারেন বলে আভাস দিয়েছেন এই কর্মকর্তা।
মোখলেছুর রহমান জানিয়েছেন, উচ্চ আদালতের দেওয়া সব শেষ আদেশ মতে, আগামী ৫ জুন এ আসনে ভোটগ্রহণ করা হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় সীমা শেষ হয়ে যাবে ১০ মে। এর আগে ৭ মে মনোনয়নপত্র দাখিলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। ৬ মে উচ্চ আদালতের এক আদেশে উপনির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৮ মে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে স্থগিতাদেশ বাতিল হয়ে যায়। যে কারণে মনোনয়নপত্র দাখিলের জন্য দুই দিন অর্থাৎ ৯ ও ১০ মে পর্যন্ত সময় বর্ধিত করা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৯ মে। এ দিন থেকে প্রচার প্রচারণা শুরু করা যাবে।
চলতি বছরের ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য আব্দুল হাই। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।