ঢাকা ব্যাংকে উচ্চ বেতনে বিভিন্ন পদে নিয়োগ, অভিজ্ঞতা নিষ্প্রয়োজন
বিভিন্ন পদে ট্রেইনি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক। পদগুলোতে স্নাতক থেকে স্নাতকোত্তর পাস অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এই পদগুলোতে। তাই ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকলে আবেদন করে ফেলতে পারেন এখনই।
শিক্ষাগত যোগ্যতা
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
ব্যবসায় প্রশাসন, ব্যাংক ব্যবস্থাপনা, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার বিজ্ঞান থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। এছাড়া কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পাশাপাশি তিনটি প্রথম শ্রেণিসহ সিএসই, ইইই, সিভিল, মেকানিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের অবশ্যই বুয়েট থেকে পাস হতে হবে।
ট্রেইনি অফিসার
ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, জনপ্রশাসন, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, আইন, গণিত, ইতিহাস, গণযোগাযোগ, পরিসংখ্যান, পদার্থবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
ট্রেইনি ক্যাশ অফিসার
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বয়স
৩০ এপ্রিল-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
বেতন ও কর্মস্থল
প্রবেশনকালে নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বেতন দেওয়া হবে ৪৮ হাজার ৮০০ টাকা।প্রবেশনকাল শেষে সরাসরি তাঁদের প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ট্রেইনি অফিসার ও ট্রেইনি ক্যাশ অফিসার প্রবেশন চালাকালীন বেতন পাবেন ২৫ হাজার ৯৬৬ টাকা। একবছর পর তাঁদের অফিসার পদে উন্নীত করা হবে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, ট্রেইনি অফিসার, ট্রেইনি ক্যাশ অফিসার পদে আবেদন করতে পারবেন ঢাকা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ৭ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ঢাকা ব্যাংক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম