পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিতে চাই : রাশেদ মাকসুদ
পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ রোববার (২৫ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলী কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোহসীন চৌধুরী ও ড. এ টি এম তারিকুজ্জামান।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করতে চাই। এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সহযোগিতা চান তিনি।
এদিক গত ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর শেয়ারবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছিলো।এরপরে পুঁজিবাজারের হাল ধরতে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক কর্মকর্তা মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়। তবে গত ১৭ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদে তিনি যোগ দিতে অপারগতা প্রকাশ করেন। এরপরের দিন ১৮ আগস্ট বিএসইসির চেয়ারম্যান হিসাবে নতুন নিয়োগ দেওয়া হয় খন্দকার রাশেদ মাকসুদকে।