লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ার ৯ কোম্পানির পরিচালকদের অর্থদণ্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পূর্বঘোষিত লভ্যাংশ বন্টনের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আলোচিত কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বন্টন করতে হবে। তবে, লভ্যাংশ বন্টনে ব্যর্থ হওয়ার এই অপরাধে আলোচিত কোম্পানিগুলোর প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) অর্থদণ্ড করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
গত বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩০ তম কমিশন সভায় এসিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার (১০ নভেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রেজাউল করিম জানায়, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বন্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত ৯ কোম্পানি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকদের প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে অর্থদণ্ডে দন্ডিত করা হবে। অবশ্য অর্থদণ্ড কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালকরা এই অর্থদণ্ড দিতে হবে না।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিং মিলসের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা, লুব-রেফের (বাংলাদেশ) প্রত্যেক পরিচালককে ২ কোটি ৩৫ লাখ টাকা, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের প্রত্যেক পরিচালককে ৪৭ লাখ টাকা, মামুন এগ্রো প্রোডাক্টসের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, কৃষিবিদ সিডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, বিডি পেইন্টসের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রত্যেক পরিচালককে এক কোটি ৯১ লাখ টাকা পরিশোধ করতে হবে।