প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুই কোটি টাকা সহায়তা এনসিসি ব্যাংকের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/29/prdhaan_updessttaar_traann_thbile_dui_kotti_ttaakaa_shaayytaa_ensisi_byaank.jpg)
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংকের দুই কোটি টাকার চেক প্রদান। ছবি : এনসিসি ব্যাংক
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুই কোটি টাকা প্রদান করেছে এনসিসি ব্যাংক পিএলসি।
গতকাল বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের হাতে এ অনুদানের চেক তুলে দেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
আনোয়ার হোসেন জানান, এনসিসি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের টাকা সরাসরি বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করা হবে।