শীর্ষ বিশের দখলে ৪৬ শতাংশ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিটের। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা বিশ কোম্পানিতে লেনদেন হয়েছে ২৩৩ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার টাকা। এই বিশ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৪৬ দশমিক ৪০ শতাংশ।
অপরদিক আজ ডিএসইতে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৩৫ লাখ ৫৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ২৪ কোটি ৭৮ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ২১ কোটি ৬৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৪৯ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৫০ লাখ টাকা, সোনালী আঁশের ১৬ কোটি তিন লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৭৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৯ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ কোটি ৪২ লাখ টাকা, ইবনে সিনার আট কোটি ৫১ লাখ টাকা, ইউনিক হোটেলের আট কোটি ৪০ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের সাত কোটি ৮১ লাখ টাকা, স্কয়ার ফার্মার সাত কোটি ৭৮ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ৫৪ লাখ টাকা, টেকনো ড্রাগসের পাঁচ কোটি ৮০ লাখ টাকা, খান ব্রাদার্সের পাঁচ কোটি ৫৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের চার কোটি ৯৮ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কোটি ৯৭ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের চার কোটি ৭৬ লাখ টাকা এবং ইউনিয়ন ব্যাংকের চার কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৪৮১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৪১১ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৫ হাজার ৫৯৯ কোটি ৯৬ লাখ ২৭ হাজার টাকা।
প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬২৪ দশমিক ৫০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৩ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৩ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৭টির ও কমেছে ১৯৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪২টির। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ডেসকোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে সাত দশমিক ৫৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।