অনলাইনে রিটার্ন দাখিলে ভ্যাট অফিসকে সহায়তার নির্দেশ এনবিআরের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/13/nbr.jpg)
এনবিআরের লোগো
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের দেশের সব সংশ্লিষ্ট ভ্যাট অফিসকে সহায়তার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (১৩ নভেম্বর) এবিষয়ে এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা অত্যন্ত সহজ। কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে বা ভ্যাটদাতাদের সংরক্ষণে নাও থাকতে পারে। যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে।
সৈয়দ এ মু’মেন বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করে ঝামেলামুক্ত থাকুন। দেশের সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের সহায়তা দেওয়া হয়। তাই অনলাইনে যথাযথ ভ্যাট জমা দিন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করুন। আধুনিক, অটোমেটেড ভ্যাট ব্যবস্থা নির্মাণে অবদান রাখুন।