অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত এনবিআর কমিশনার মাহবুবুর
অসদাচরণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার এ কে এম মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান খানের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ এর ১২ ধারা অনুযায়ী মাহবুবুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তের এই সময়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন তিনি।
শিগগিরই এ আদেশ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।