এনসিপির মনোনয়ন পেলেন ১৪ নারী, কে কোন আসনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়।
প্রাথমিক তালিকায় ১২৫ জনের নাম ঘোষণা করেছে এনসিপি। এর মধ্যে ১৪ জন নারী রয়েছেন।
এনসিপির মনোনয়ন পেলেন যে ১৪ নারী—
ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, নওগাঁ- ৫ আসনে মনিরা শারমিন, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী, ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, চট্টগ্রাম-১০ আসনে সাগুপ্তা বুশরা মিশমা এবং খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়েছেন মনজিলা সুলতানা।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা গণমাধ্যমকে বলেন, মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশ নেবেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি, আমি শুধুমাত্র নিজের জন্য এই কঠিন পথ বেছে নেই নাই। আমার ওপর যারা বিশ্বাস রাখেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাহস দেন, অনুপ্রেরণা দেন, তাদের আমিও হারতে দিতে চাই না। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি মনে প্রাণে চাই, এনসিপি বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটা দল হোক, ভবিষ্যৎ হোক।

নিজস্ব প্রতিবেদক