‘পিঠের চামড়া তুলে নিয়েছিল জাতীয় পার্টি-আ.লীগ, কোনো ছাড় নয়’
জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে আটকে থাকে তাহলে তাদের মৃত্যুও হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে।
বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্নখাতে পরিচালনা করতে চেয়েছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের (বিএনপি) ওপর নতুন ওপর আরেকটা ভর আবির্ভূত হয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল ৫ লাখ লোক মারা যাবে কিন্তু আমরা একটা লোকের ওপরেও হাত দেইনি। আমরা এখনও ধৈর্য ধারণ করছি।
বিএনপির উদ্দেশ্যে আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের কবর রচনা করবেন না।
ড. ইউনূসের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের হাতে সময় বেশি নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেন। দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না দিতে পারেন, দেশে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, তাহলে এর দায় আপনার কাঁধে বর্তাবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট প্রশ্নে জামায়াত পরবর্তীতে হয়তো বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঠিক আছে ইলেকশনের দিনই গণভোট করি। বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে ‘না’ শব্দ। বিএনপির ‘না’ শব্দ বলার কোনো সুযোগ নাই, তারা ‘হ্যাঁ’ অলরেডি বলে দিয়েছে। তারা বিয়েতে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে, এখন তাদের ‘না’ বলার কোনো অপশন নাই। তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল।
সিটের কাছে বিক্রি হওয়া হবে না উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ সিটের (সংসদীয় আসন) কাছে বিক্রি হবেন না। একটা সিট না পেলে কী হবে আপনার। মন্ত্রী না হলে কী হবে। মরার পরে যদি কেউ আপনার কবরে থুতু দেয়, তাহলে ওই একটি সিট দিয়ে কী করবেন আপনি।

নিজস্ব প্রতিবেদক