তফসিল নিয়ে আপত্তি নেই এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনের তফসিল নিয়ে বর্তমানে কোনো আপত্তি জানায়নি এবং এটিকে স্বাগত জানিয়েছে। তবে দলটির পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং সংস্কারের দাবিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন পাঁচ বছরের জন্য হলেও এই নির্বাচনকে ‘গণভোট; হিসেবে দেখা হচ্ছে, যা আগামী ১০০ বছরের জন্য একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবে। তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে সংস্কার প্রক্রিয়াকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।
এনসিপি মনে করে, এই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে কাজ করার পাশাপাশি একটি নতুন সংবিধান প্রণয়নের কাজেও যুক্ত থাকবেন। যেহেতু এই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, তাই দল নির্বাচনে অংশ নিচ্ছে।
নাসিরুদ্দীন পাটোয়ারী স্পষ্ট করে বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি মূলত গণভোট। নির্বাচনের মাধ্যমে আসন সংখ্যা জয় করাই এনসিপির মূল লক্ষ্য নয়, বরং সংস্কার ও বিচার নিশ্চিত করাই তাদের প্রধান এজেন্ডা।

এনটিভি অনলাইন ডেস্ক