বন্ড ছেড়ে পাঁচ ব্যাংক তুলবে ২ হাজার কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংক বন্ড ছেড়ে দুই হাজার কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে। তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে এই অর্থ তোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসইসর ৯৩২তম কমিশন সভায় ব্যাংকগুলোর বন্ড ইস্যু করার প্রস্তাব ট্রাস্টি সনদ জমা দেওয়ার শর্তে অনুমোদন করা হয়েছে।
বিএসইসি জানায়, বন্ড ছেড়ে দুই হাজার কোটি টাকা তোলার মধ্যে সবচেয়ে বেশি ৫০০ কোটি টাকা তুলতে পারবে ইসলামী ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে ট্রাস্ট ব্যাংক। ৪০০ কোটি টাকা তুলতে পারবে ঢাকা ব্যাংক। একই পরিমাণ বা ৪০০ কোটি টাকা তুলতে পারবে ব্যাংক এশিয়া। এ ছাড়া এক্সিম ব্যাংক তোলার অনুমোদন পেয়েছে ২৫০ কোটি টাকা।
অর্থ তোলার অনুমোদন পাওয়া ব্যাংকগুলোর বন্ড হবে নন কনভার্টেবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল। এর রেট থাকবে ফ্লোটিং। বন্ডের অর্থ দিয়ে ব্যাংকগুলো মূলধন বাড়াবে।