স্বচ্ছতা বাড়লে বিনিয়োগ আটকানো যাবে না : বার্নিকাট
কারখানার পরিবেশ, শ্রমিক নিরাপত্তা ও ব্যবসায় স্বচ্ছতা বাড়ানো গেলে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আটকানো যাবে না বলে মত দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
আজ বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভায় বার্নিকাট এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, গত দুই দশকে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি করেছে। এ ধারা অব্যাহত রাখতে আরো অনেক পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ ব্যবসার পরিবেশের উন্নয়নের স্বার্থে বাজেটের বাইরে নতুন কোনো এসআরও জারি না করা এবং প্রয়োজনীয় সংশোধনী এনে নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।