জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আরো কাজ করতে হবে। আর এ কাজে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।’
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
মার্শা ব্লুম বার্নিকাট বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ বৈশ্বিক সমস্যা। এটা দমনের কাজে সন্তুষ্টির কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই, যেন কেউ একক বা অন্য কোনোভাবে হুমকি সৃষ্টি করতে না পারে।’
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের যেভাবে যুক্তরাষ্ট্র সরকার প্রশিক্ষণ ও কিছু কিছু উপকরণ দিয়েছে যেগুলো আমাদের ভালো কাজে লেগেছে এটা বলেছি। তাঁরা এটা কন্টিনিউ করবেন এটাও তাঁরা জানিয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ এলিমিনেট করতে পেরেছি বলব না। আমি এখানেও বলেছি যে এলিমিনেট করতে পারিনি। তবে আমরা তা কন্ট্রোল করেছি।’