মালয়েশিয়ায় কারা হবেন ‘সিঙ্গারস অব লাইফ-২০২০’
গত ডিসেম্বর মাস থেকে ‘প্রবাসী গাও জীবনের গান’ স্লোগানে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুরু হয়েছিল গানের প্রতিযোগিতা ‘এমএম লাইভ সিঙ্গারস অব লাইফ-২০২০’।
মালয়েশিয়া প্রবাসী ছাড়াও এই প্রতিযোগিতায় সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
মালয়েশিয়ায় সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস। আগামীকাল ২৬ জানুয়ারি কুয়ালালামপুর ক্র্যাফট কমপ্লেক্সে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
এবার ক্ষণ গণনার পালা। প্রবাসীদের মধ্য থেকে এই প্রথম ঘোষণা হচ্ছে তিনজন সেলিব্রেটির নাম। কারা হচ্ছেন সেই ভাগ্যবান? কারা হচ্ছেন ‘সিঙ্গারস অব লাইফ-২০২০’?
এমএম লাইভের কো-ফাউন্ডার ও নির্বাহী জাফর ফিরোজ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের এই প্রতিযোগিতার লক্ষ্য শুধু প্রতিভার সন্ধান নয়। লক্ষ্য হচ্ছে, এই প্রতিযোগিতার মাধ্যমে মালয় ও বাঙালি সংস্কৃতির মধ্যে একটি ভালোবাসার বন্ধন তৈরি করা। সেই সঙ্গে বাঙালি সুরকে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া।’
মূলপর্বে বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মো. খুরশিদ আলম, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, সংগীতশিল্পী কনকচাঁপা ও সংগীত পরিচালক সজীব দাস।
বিচারকদের রায় ও দর্শকদের অনলাইন ভোটে নির্বাচিত সেরা তিনজনকে নিয়ে মৌলিক মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলেও জানান জাফর ফিরোজ।
জাফর ফিরোজ আরো বলেন, ‘সেই মাহেন্দ্রক্ষণের যাঁরা সাক্ষী হয়ে টিভির পর্দায় ধরা দিতে চান তাঁরা আর দেরি না করে আপনাদের আসনগুলো এখনই বুকিং করে নিন। দেখা করুন, বাংলা চলচ্চিত্রের রাজপুত্র চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, হাজারো কালজয়ী গানের স্রষ্টা শিল্পী খুরশিদ আলমসহ বাংলাদেশ ও মালয়েশিয়ার সুপার স্টারদের সঙ্গে।’
অনুষ্ঠানটি ধারণ করে বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল এনটিভিতে প্রচার করা হবে।
মালয়েশিয়ার প্রাবাসীদের নিয়ে শুরু হওয়া গানের প্রতিযোগিতা ‘সিঙ্গারস অব লাইফ-২০২০’-এর গ্র্যান্ড ফিনালে আগামী ২৬ জানুয়ারি। ছবি : এনটিভি