ঢাকায় নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/21/bracbank-job2-thm.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসোসিয়েট ম্যানেজার-সাইবার থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড এসওসি, ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স অথবা এই জাতীয় যেকোনো বিষয়ে বিএসসি অথবা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিএফআর / সিআইএসএ, সিইএইচ / সিপিইএইচ, সিপিটি / এলপিটি, সিডিএফই / সিএফএফআই / এলএফই, সিএনএসএস / সাইবার কোপস, সিআইএসএম / সিআইএসপি প্রভৃতি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীরা অনলাইনে (https://bracbank.taleo.net/careersection/external/jobsearch.ftl?lang=en) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১০ জানুয়ারি, ২০২১।
সূত্র : বিডিজবস