বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ৬৭ পদে নিয়োগ
৬৭টি পদে স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োগ দিতে যাচ্ছে সরকারি সংস্থা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
শূন্য পদগুলোর মধ্যে সিনিয়র ইঞ্জিনিয়ার পদে একজন, ইঞ্জিনিয়ার পদে একজন, সায়েন্টিফিক অফিসার পদে ২৬ জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে একজন, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে একজন, রিসার্চ কেমিস্ট পদে ২৮ জন, ইউডিএ পদে পাঁচজন, সহকারী স্টোররক্ষক পদে দুজন ও বুক বাইন্ডার পদে একজন নিয়োগ দেওয়া হবে।
সিনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে ১ অক্টোবর-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে একই তারিখে অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন অন্যান্য পদে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ডেইলি স্টার পত্রিকায় ২৯ অক্টোবর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৩) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :