সারা দেশে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
সনাতন ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ছিল আজ। তাদের বিশ্বাস মানবজাতিকে রক্ষা এবং শুভশক্তিকে প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদভাগবদ গীতার অমীয় বাণী তিনিই প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন।
শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ সোমবার দেশেব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গীতাযজ্ঞ, শোভাযাত্রা, কৃষ্ণপূজা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপন করা হয় জন্মাষ্টমী।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
ভজন দাস, নেত্রকোনা : নেত্রকোনায় করোনার কারণে সীমিত আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আজ দুপুরে নরসিংহজিউর আখড়া প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনুষ্ঠানটির আয়োজন করে। কালীবাড়ী মন্দির কমিটির সম্পাদক লিটন পণ্ডিতের সঞ্চালনায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক হুমায়ুন কবীর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট শীতাংশু বিকাশ আচার্য, অধ্যাপক ননী গোপাল সরকার, নরসিংহজিউর আখড়া কমিটির সম্পাদক অধ্যাপক রঞ্জিত সাহা রায়সহ অন্যরা।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক কিশোর কুমার বর্মণ। আজ বেলা ১১টার দিকে নরসিংদী পলাশ উপজেলার পণ্ডিতপাড়া থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন মন্দির সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় পণ্ডিতপাড়া মন্দিরে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের পলাশ উপজেলার সভাপতি যাদব দাস, সাধারণ সম্পাদক দীপক দাস, সিনিয়র সহসভাপতি লিপন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাধন মল্লিক, হিন্দু মহাজোটের উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার, মাদব দাস, সাধন দাসসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা।
সঞ্জিব দাস, ফরিদপুর : ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ দুপুরে শহরের কবি জসীম উদ্দীন হলে এ কর্মসূচি পালিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, পৌরসভার মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন সরকার প্রমুখ।
অপরদিকে, শহরের নন্দালয়ে বিকেলে আলোচনা সভা। রাতে পূজার আয়োজনে জেলাসহ জেলার বাইরের পূজারীরা অংশ নেয়।
নাসির আহমেদ, গাজীপুর : গাজীপুরে মন্দিরে মন্দিরে স্বল্প পরিসরে জন্মষ্টামী উদযাপিত হয়েছে। বিভিন্ন মন্দিরে আলোক প্রজ্জলন, গীতাযজ্ঞ, পূজা-অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
জেলার ইন্দ্রেশ্বর শিব মন্দির, কালীবাড়ি, মাধববাড়িসহ প্রতি উপজেলায়ও গীতাযজ্ঞ, পূজা-অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
আসাদুর রহমান জয়, নওগাঁ : ফেস্টুন উড়ানো, আলোচনা সভা ও প্রার্থনার মধ্যে দিয়ে আজ বেলা ১২টার দিকে শহরের কালীতলায় শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমীর অয়োজন সম্পন্ন হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নওগাঁ কার্যালয়ের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নওগাঁ কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সাথী মজুমদার।
সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সহসভাপতি রনজিত কুমার সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক পীযূষ কুমার সরকার, পূজা মণ্ডবের সভাপতি নিরোদ বরণ সাহাসহ প্রমুখ। পরে ১৭টি মন্দিরে দুই লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
কাকন রেজা, শেরপুর : শেরপুরে ধর্মীয় আবহে উদযাপিত হয়েছে দিবসটি। জেলার নালিতাবাড়ী উপজেলায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে গোপাল জিউর মন্দিরে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সকালে মন্দিরে নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনায় সভায় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
এ সময় বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।
এম. মুনীর চৌধুরী, নড়াইল : নড়াইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান। জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আরধনান্দ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় কুমার নন্দী, জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, রমা রানী রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার, শিক্ষক মৌসুমী অধিকারী, গোবিন্দ বিশ্বাস প্রমুখ।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
করোনার কারণে জয়পুরহাটে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। আজ বেলা ১১টায় জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দিরে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হৃষিকেষ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করে- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দনাথ মণ্ডল।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ।