ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মুহাম্মদ হারুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মুহাম্মদ হারুন (৩৮) ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ওমানের স্কিনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন উপজেলার বড়হাতিয়ার মোহছেন চৌধুরীপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি তিন সন্তানের জনক। হারুন ওমানে বিপণন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের চাচাতো ভাই মো. এনাম এ তথ্য নিশ্চিত করেছেন। এনাম জানান, ঘটনার দিন সকালে হারুন বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন এবং যাত্রাপথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুপুরে হারুনের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে শোকের আবহ।