করোনায় লকডাউনের মেয়াদ বাড়াল ইতালি
করোনাভাইরাস ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ইতালি। আগামী ১২ এপ্রিল ইস্টার সানডে পর্যন্ত বিশেষ জরুরি অবস্থার সময়সীমা বাড়িয়েছে সরকার।
এরই মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবাইকে ভাবিয়ে তুলেছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ বেশ কয়েক দিন আগেই ছাড়িয়ে গেছে।
ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে। এদিকে বিশেষজ্ঞরা মনে করেন, দেশটিতে আগামী এক সপ্তাহের মধ্যে ভাইরাসটির সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এর পরেই আক্রান্ত ও নিহতের সংখ্যা কমতে শুরু করবে বলে আশা করছেন তাঁরা।
ইতালিতে তিন সপ্তাহ ধরে লকডাউন চলছে। বন্ধ রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান, সে ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইতালিয়ান সরকার। আগামী শুক্রবার ওই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আজ নতুন করে তা আগামী ইস্টার সানডে পর্যন্ত বাড়ানো হয়েছে।