মক্কায় জমকালো আয়োজনে এনটিভির ১৯তম বর্ষপূর্তি উদ্‌যাপন

Looks like you've blocked notifications!
এনটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষ্যে মক্কা এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান। ছবি : এনটিভি

‘সময়ের সাথে, আগামীর পথে’—স্লোগানকে সামনে রেখে দেশ-বিদেশের কোটি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ ধারা অব্যাহত থাকলে এনটিভি আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে মক্কার কাকিয়ার একটি হোটেলে এনটিভির ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষ্যে মক্কা এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ মন্তব্য করেন।

এনটিভির সংবাদ, টক-শো, বিষয়ভিত্তিক রিয়েলিটি-শো, ইসলামি অনুষ্ঠানসহ মানসম্মত বিভিন্ন অনুষ্ঠান এবং এনটিভি অনলাইন পোর্টালেরও প্রশংসা করেন অতিথিরা। কেবল সবার আগে নয়, সবচেয়ে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মানুষের আস্থার প্রতীক এ চ্যানেলটি।

বক্তারা তাঁদের আলোচনায় এনটিভির পাশাপাশি সৌদি আরবের মক্কা প্রতিনিধির স্বচ্ছ, নিরপেক্ষ, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

মক্কা এনটিভি দর্শক ফোরামের সভাপতি এইচ এম পারভেজ মৃধার সভাপতিত্বে এবং এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুরতে কোরআন তেলাওয়াত করেন নজরুল কবির রুবেল।

আগত অতিথির মধ্যে বক্তব্য দেন—মক্কা এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা জহির আহমেদ, সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, সহসভাপতি শাহ আলম ডিস্কু, হজ পালন করতে আসা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, শাহাব উদ্দিন, শামসুল আলম আজাদ, আবদুল আজিজ, নাসির সরকার, কামাল হোসেন, শামসুল আলম হিম, মোহাম্মদ আলম, এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, সি প্লাস টিভির সৌদি আরব প্রতিনিধি খলিল চৌধুরী এবং জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ।

শুরুতে কামাল পারভেজ অভির মাধ্যমে এশিয়ান পলিক্লিনিক মক্কার পক্ষ থেকে জনসংযোগ অফিসার শাফায়াত হোসেন ও মোহাম্মদ বশির, রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সাজিদুল ইসলাম, সেলিম আহমেদ, মক্কা বিএনপির পক্ষে আহ্বায়ক জহির আহমেদ, সদস্য সচিব শাহাব উদ্দিন, সিলেট ফোরামের পক্ষে রুহুল আমিন, আতাউর রহমান, কক্সবাজার জেলা ফোরামের পক্ষে শামসুল আলম আজাদ, চট্টগ্রাম ফোরামের পক্ষে নজরুল কবির রুবেল, মক্কা যুবদলের সভাপতি কামাল হোসাইন, সাধারণ সম্পাদক সামসুল আলম হিমু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহাদ, লোহাগাড়া প্রবাসী সমিতির পক্ষে খলিল চৌধুরী, মোহাম্মদ লোকমান, ফটিকছড়ি সমিতির পক্ষে সাহেদুল আলম সাহেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের প্রিয় চ্যানেল এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে এনটিভির সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ এনটিভি পরিবারের জন্য দীর্ঘায়ু কামনা ও দোয়া পরিচালনা করেন পবিত্র হজ পালনে আসা শরীফ মোহাম্মদ আবুল হাসেম।

আলোচনা শেষে এনটিভি দর্শক ফোরামের মক্কা শাখার সভাপতি, মক্কা প্রতিনিধিসহ আগত অতিথিদের সঙ্গে নিয়ে এনটিভির ২০ বছরে পদাপর্ণের কেক কাটেন।