মালয়েশিয়ায় আ. লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের নেতা আলহাজ মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ব্রাউন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসাইন সরোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা আলহাজ কামরুজ্জামান কামাল, সহসভাপতি দাতো আকতার হোসেন, হাবিবুর রহমান, কাইয়ুম সরকার, গৌতম রায়, স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বি এম বাবুল হাসান, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এম মামুন উর রশিদ, বাবলা মজুমদার বাবু, মহিলা সম্পাদিকা ফারাজানা সুলতানা, যুবলীগের মাকসুদুল আলম রনি, রেজাউল হক লায়ন, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার।সং
এ ছাড়া সভায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজীর নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
পরে শহীদের স্মরণে দোয়া পরিচালনা করেন তিতিওয়াংশার বায়তুল মোকাররমের ইমাম হাফেজ মোহাম্মদ ইকরামুল হক।