মালয়েশিয়ায় জেলহত্যা দিবস পালিত
গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ফার্স্ট বিজনেস ইনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ব্রাউন সোহেল ও মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার ও জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, দাতো আকতার হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায় জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধীরা নির্মমভাবে হত্যা করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরই বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধুর অবর্তমানে যাঁরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা।
বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র জাতির পিতাকে হত্যা করে। এরপর খুনি মোশতাকের নেতৃত্বে স্বাধীনতাবিরোধী ওই চক্র এ দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে মেতে ওঠে।
বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে, স্বাধীনতা যাতে ব্যর্থ হয়, স্বাধীন বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সেই চক্রান্ত করে স্বাধীনতাবিরোধী চক্র। এ দেশে যেন কোনোদিন স্বাধীনতার পক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই ষড়যন্ত্র থেকেই নিরাপদ স্থান জেলখানার অভ্যন্তরে এ হত্যাকাণ্ড চালানো হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক শাহালম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুজ্জামান চৌধুরী মিতুল, আলামিন ডলার, মালয়েশিয়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোহান আহমেদ শামীম, মালয়েশিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান কবির, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইচ জুয়েল প্রমুখ।