মালয়েশিয়ায় মাটিচাপায় ২ বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ায় মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির তামেরলোহ জেলার মেনতাকাবে একটি বাড়ি নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বারনামা।
নিহতরা হলেন মো. শরীফুল (৪৩) ও জুলহাস রহমান (২৭)। তবে তাদের বাংলাদেশের পুরো ঠিকানা জানা যায়নি।
তামেরলোহ জেলার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইউসরি ওসমান জানান, স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় তিন শ্রমিক পয়ঃনিস্কাশন পাইপ বসানোর কাজ করছিলেন।
নিহত দুই শ্রমিকসহ তিনজন ছয় মিটার গভীর খাদের মধ্যে কাজ করছিলেন। ওই সময় দুটি এক্সকাভেটর মাটি তুলে খাদের কিনারায় জমা করছিল। হঠাৎ মাটির বিশাল স্তুপটি খাদের মধ্যে পড়ে যায়।
এ সময় খাদের ভেতর থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। অপর দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
এসিপি মোহাম্মদ ইউসরি জানান, নিহত দুই বাংলাদেশির লাশ তেমেরলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া