মালয়েশিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া শাখা বিএনপি। গতকাল রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।
সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহসভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, আবদুল্লাহ আল মামুন লিটন ও কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক মঞ্জু খান, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, কর্মসংস্থান সম্পাদক মো. জাহাঙ্গীর হাওলাদার, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন ভুঁইয়া, সোবাং জায়া বিএনপির সভাপতি ইমন হাছান, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি বাদল আহমেদ, বিএনপির নেতা মোহাম্মদ শাহাজান হাওলাদার, কাজী সোহেল মাহমুদ প্রমুখ।
পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।