মালয়েশিয়া যেতে দুই লাখ বাংলাদেশি কর্মীর আবেদন

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে, নিয়োগকর্তাদের কাছ থেকে দুই লাখ আবেদন পেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এইচআরডি করপোরেশন ওপেন ডে চালু করার পরে বৃহস্পতিবার (১০ মার্চ) সংবাদ সম্মেলনে মানবসম্পদমন্ত্রী এম সারাভানান এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, প্রক্রিয়া সম্পন্ন হলে সব সেক্টরের জন্য শ্রমিকদের অনুমতি দেওয়া হবে। বিদেশি কর্মীদের জন্য আনয়ন কোর্স বাধ্যতামূলক করা হবে। মালয়েশিয়ায় থাকাকালীন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। এছাড়া বিদেশি কর্মীদের আনার জন্য কোনো এজেন্ট ব্যবহার করা হবে না। কারণ নিয়োগকর্তাদের এজেন্টদের অপব্যবহারের সমস্যা দূর করতে সরাসরি কর্মী নিয়োগ করা হবে।

সারাভানান আরও বলেন, বিদেশি কর্মীদের আনার জন্য মন্ত্রীদের আর কোনও বিশেষ অনুমোদন দেওয়া হবে না এবং ই-মজুরি ব্যবস্থা কার্যকর করা হবে। যেখানে বিদেশি কর্মীদের প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে।