মালয়েশিয়া রিজেন্ট এয়ারওয়েজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের মালিকানাধীন ‘রিজেন্ট এয়ারওয়েজ’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এবিএম ট্রাভেল ও রিজেন্ট এয়ারওয়েজ জিএসএ কুয়ালালামপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।
গত সোমবার কুয়ালালামপুরে রিজেন্ট এয়ারওয়েজের নিজস্ব কার্যালয়ে কেক কেটে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটেন এবিএম ট্রাভেলের চেয়ারম্যান ও রিজেন্ট এয়ারওয়েজ কুয়ালালামপুরের জিএসএ প্রকৌশলী বাদলুর রহমান খান। কেক কাটার সময় উপস্থিত ছিলেন রিজেন্ট এয়ারওয়েজ ও এবিএম ট্রাভেলের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রকৌশলী বাদলুর রহমান খান রিজেন্টের যাত্রীসেবা ও রিজেন্ট এয়ারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রবাসীদের সার্বিক সহযোগিতায় রিজেন্ট এয়ারওয়েজ এতটুকু আসতে পেরেছে। আপনাদের সেবায় ও ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকৌশলী বাদলুর রহমান খান।