রিয়াদে এনটিভির প্রবাস বিনোদন পর্ব-১৯ অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে ৫১তম বিজয় উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব ১৯-এ উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি

সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে  ৫১তম বিজয় উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব-১৯ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্ভর) মধ্যরাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি প্রকৌশলী মনজুর রহমান।

এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ইসমাঈল হোসেন, বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল মামুন, এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক ব্যবসায়ী শেখ মো. বাদল, সাংগঠনিক সম্পাদক আলী আহসান কিরণ, মো. নুরুল আমিন নুরু, আলী মোর্তজা, শেখ রকীব উদ্দিন, জাহাঙ্গীর আলম, মাসুদ আলম,  বিল্লাল হুসেইন প্রমুখ।

বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক নাসরিন সুলতানা রিনা, সদস্য সচিব ডা. আশা, যুগ্ম আহ্বায়ক শিউলী সোলায়মান প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে ৫১তম বিজয় উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব ১৯-এ দলীয় পরিবেশনা। ছবি : এনটিভি

এ অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসী গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে মোহনা টিভির  জাহাঙ্গীর আলম হৃদয়, বর্ণটিভির ফকির আল আমিন, এনটিভির চিফ ক্যামেরা পারসন মাসুদ রানা, যুমনা টিভির মুহাম্মদ সেলিম উদ্দিন,বাংলাটিভির এ কে আজাদ লিটন প্রমুখ।

আয়োজনটি প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনীতিক, ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।

জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের মুখপাত্র জামশেদ রানা ও এনটিভি প্রবাস বিনোদনের নিয়মিত শিল্পী রোজানা বাদল।

ওয়াফা, মলি, মারওয়া, আফরা ও আরওয়ার নাচ, গান, কবিতা আবৃত্তিতে এক প্রাণবন্ত আয়োজন উপভোগ করেন প্রবাসীরা।

অনুষ্ঠানে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন জামশেদ রানা ও সালাহউদ্দিন।

সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে ৫১তম বিজয় উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব ১৯-এ উপস্থিত দর্শকরা। ছবি : এনটিভি

এ সময় প্রবাসীদের ছেলেমেয়েদের অংশগ্রহণে জামশেদ রানা নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘৭১ এর দিনগুলি’ উপভোগ করেন দর্শকরা।

পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া শিল্পীদের উপহার দেওয়া হয়। সবশেষে ছিল নৈশভোজ।