রিয়াদে তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করেছে দলটির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি ও রিয়াদ মহানগর কমিটি। জন্মদিন উপলক্ষে রিয়াদের ১৮ নম্বর এক্সিটে তালুকদার কমিউনিটি সেন্টারে জন্ম উৎসব ও আনন্দ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফারুক আহমেদ চাঁন। বিশেষ অতিথি ছিলেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও যুবনেতা আশরাফ শিকদার।
সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ। সঞ্চালনায় ছিলেন সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও প্রবাসী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন রিপন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশাল আকারের কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি আরব বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ পাটওয়ারী, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি তালুকদার আবদুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি হাবীবুর রহমান, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জ্যেষ্ঠ সহসভাপতি আলী আহসান কিরন, প্রবাসী বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ওয়াজেদ হোসেন, প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন ডালিম ও সাংগঠনিক সম্পাদক মহসীন আলম শান্ত।
এ ছাড়া প্রবাসী ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ আয়োজনে অংশগ্রহণ করে।
সভায় রিয়াদে দলের ত্যাগী-পরীক্ষিত লোকদের মূল্যায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি কামনা করা হয়।