রিয়াদে প্রবাস বিনোদন পর্ব ১৪-এর সব আয়োজন সম্পন্ন
এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে রিয়াদে প্রবাস বিনোদন পর্ব ১৪-এর আয়োজন করেছে সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরাম। আগামী ২২ জুলাই রাত ৯টায় রিয়াদে এই বিনোদন পর্ব ও এনটিভির জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
এরই মধ্যে এই আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত রোববার রিয়াদের তালুকদার কমিউনিটি সেন্টারে প্রস্তুতির কাজ শেষ করা হয়।
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার হারুনূর রশিদের পরিবার আগত অতিথিদের জন্য নৈশ ভোজের আয়োজন করে। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিল্পী ও কলাকুশলীরা একটি সুন্দর পরিবেশনা উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী।
সূচনা বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান বলেন, প্রবাসে এনটিভি বরাবরই দেশের মতো দর্শকের কথা চিন্তা করে। প্রবাসে আনন্দ-বিনোদন দিতে প্রবাস বিনোদন অব্যাহত থাকবে।
এ সময় এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি ওয়াজেদ হোসেন, জাহিদ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান, অর্থ সচিব জসীমউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জামশেদ রানা, এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলপনা ইসলাম পলি, সহসভাপতি রিনা কিরন, হাজেরা জাহিদ, সাংগঠনিক সম্পাদক মারিজ লিহাজী, উপদেষ্টা হ্যাপি ইয়াসমিন রুপা, নিলুফার ইয়াসমিন নীলু, জেবা, ওয়াফা, রোজানা তন্নি, প্রমুখ উপস্থিত ছিলেন।