রিয়াদে বদর আল সামা মেডিকেলে মতবিনিময় সভা
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথায় বাংলাদেশি মালিকানায় প্রতিষ্ঠিত বদর আল সামা মেডিকেল কমপ্লেক্সের আয়োজনে গত শুক্রবার মধ্যরাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, প্রবাসের বুকে লাল-সবুজ পতাকার দেশ বাংলাদেশের নামে পরিচিত বদর আল সামা মেডিকেল কমপ্লেক্সের অগ্রযাত্রায় সব বাংলাদেশিকে এগিয়ে আসতে হবে। প্রবাসের মাটিতে দেশীয় চিকিৎসা প্রতিষ্ঠানে দেশের গরিব ও অসহায় লোকদের বেশি সুযোগ-সুবিধা আশা করেন মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বিশিষ্টজনরা।
রিয়াদের বাথা বদর আল সামা মেডিকেল কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জামরুল ইসলামের সভাপতিত্বে মেডিকেলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. মাহামুদুল হাসান, কারি আবদুল হাকিম, মোফাজ্জল হোসেন স্বপন, তাজুল ইসলাম গাজী, তালুকদার হারুনুর রশীদ, মো. জাহাঙ্গীর আলম, ইয়ার আহমেদ, আবদুর রহমান বেলাল, ওমর ফারুক, মনির হোসেন ডালিম, শাহ মো. আলী শাওন, জসীম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশি মালিকানায় প্রতিষ্ঠিত মেডিকেলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে প্রবাসী সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও যুব সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সব অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
মেডিকেলের চেয়ারম্যান মো. জামরুল ইসলাম তাঁর প্রতিষ্ঠানে বাংলাদেশি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ফারুক আহমেদ চান, সৌদি আরব