রিয়াদে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হোটেল ম্যারিয়টে কেক কেটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি রয়েল নেভির অ্যাডমিরাল মুনসুর বিন সালেহ আল আসলানী।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত, সৌদি আরবের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়।
এ সময় অনুষ্ঠানে আগত বিভিন্ন দেশের সামরিক, বেসামরিক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানি দখল বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায় এবং এর মাধ্যমেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয়।